ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য পাঁচটি বস্তু, ২টি শব্দবাজি পটকা ও ১ লিটার করে পেট্রোল ও কেরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ।
[৩] সোমবার দিবাগত রাত ২টার উপজেলার কয়া ইউনিয়নের বালির ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
[৪] কুমারখালী থানার সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে সোমবার দিনগত রাত ২টার দিকে কয়া ইউনিয়নের বালুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালির মধ্যে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তু , ২টি শব্দবাজি পটকা ও ১ লিটার করে পেট্রোল ও কেরোসিন তেল উদ্ধার করা হয় । পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তুগুলো পানিভর্তি বালতিতে নিষ্ক্রিয় করার জন্য রেখে দেয়া হয়েছে।
[৫] কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান, পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ বিশেষজ্ঞ দিয়ে যাচাই-বাছাই করে দেখছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এনএইচ
আপনার মতামত লিখুন :