মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] জেলার রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল কর্তৃপক্ষ। এসময় গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে উঠা লা রিভারিয়া নামক রিসোর্টের ৩টি ভবন, সুইমিংপুল, ফকির ফ্যাশান লিমিটেড, তারিকুল ইসলাম ও জামানের বাউন্ডারী-দেয়ালসহ ৩০টি অবৈধভাবে নদী দখল করে গড়া স্থাপনা।
[৩] বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হকের নেতৃত্ব মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
[৪] এসময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ ঘোড়াশাল এর উপ পরিচালক মোহাম্মদ নুর হোসেন, উপ সহকারী পরিচালক মাহাবুব আলম তায়েফ, উপ সহকারী প্রকৌশলী মোতালিব হোসেনসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
[৫] বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হক জানান, হাইকোর্টের নির্দেশে তারা নদী দখল মুক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার কেন্দুয়া এলাকায় অভিযান করেন। এসময় ভেকু দিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি রিসোর্টের ৩টি কটেজ, সুইমিংপুল, বিভিন্ন মালিকানাধীন অবৈধ বাউন্ডারী দেয়ালসহ ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
[৬] আগামী বৃহস্পতিবার সকাল থেকে ২য় দিনের মত আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :