ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর: [২] নেত্রকোনার দুর্গাপুরে ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে সাদিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
[৩] সোমবার বিকেলে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাও গ্রামে এ ঘটনা ঘটে।
[৪] শিশু সাদিয়া ওই গ্রামের মো. শফিক মিয়া ও নাদিরা খাতুন দম্পতির সন্তান।
[৫] স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে,বাবা থাকেন ঢাকায়। বাড়ির লোকজন বাড়িতেই কাজে ব্যস্ত ছিল। এ সময় বাড়ির উঠানেই খেলছিল সাদিয়া। তবে কিছুক্ষণ পর বাড়ির উঠানে সাদিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন লোকজন। পরে বিকেলের দিকে বসতবাড়ির পাশের ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে তার ভাসমান দেহ দেখতে পান স্বজনেরা। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে শিশু সাদিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
[৬] দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাবিব বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।
[৭] এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান,অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :