শিরোনাম
◈ আমাদের পরামর্শ হয়তো আর দরকার নেই, এজন্য ডাকেনি : মুজিবুল হক চুন্নু ◈ পরামর্শ ইতিবাচকভাবে নিয়েছে সরকার: বৈঠক শেষে গণফোরাম ◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু

মোস্তাক আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর): [২] জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজনে মারা গেছে। সোমবার দুপুরে পৌর এলাকায় কামরাবাদ ও দুপুরে সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে।

[৩] নিহতরা হলো- উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৮) ও পৌরসভার কামরাবাদ গ্রামের মৃত জমশের আলীর ছেলে শাহা আলী। 

[৪] নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুরে শাহ আলী বাড়ীর পাশে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এসময় বন্যার পানির স্রোতে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এর কয়েক ঘন্টা তার মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করেন পৌর মেয়র মনির উদ্দিন। 

[৫] অপরদিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকার হেলাল মিয়ার ছেলে ইয়াসিন দুপুরে বাড়ীর পাশে খেলা করছিলো। এসময় বাড়ীর পাশে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় ইয়াসিন। পরে এক পর্যায়ে বাড়ীর পাশের ডুবাতে তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। পরে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের। 

[৬] এ ব্যাপারের সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, বন্যার পানিতে ডুবে এক শিশুস দুইজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করেছে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়