শিরোনাম
◈ রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতা বহিষ্কার ◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সিএমপির শান্তি ফিরে আসবেই

রাজু আহমেদ, চট্টগ্রাম: [২] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম আজ সিএমপি মাল্টিপারপাস শেডে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন সাংবাদিক ও পুলিশের একই কাজ তাই সাংবাদিক পুলিশকে সহযোগিতা করবে পুলিশ সাংবাদিককে সহযোগিতা করবে তাহলেই অপরাধ অনেকটাই দমন করা সম্ভব হবে। 

[৩] সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সম্প্রতি সময়ে ফেসবুকে শিশু হারানোর যে বিষয়টি ছড়িয়ে পড়েছে সেটি গুজব, তিন থেকে চারটা ফেসবুক গ্রুপ গুজব ছড়িয়েছে তাদেরকে মুচলেকা দিয়ে সতর্ক করা হয়েছে, হারানো অভিযোগের মধ্যে বেশিরভাগই প্রেম ঘটিত এবং কিছু শিশুরা বাড়িতে না বলে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল তারা আবার একদিন দুইদিন চারদিন পর ফিরে এসেছে।

[৪] সিএমপিতে কিছু পুলিশ কর্মকর্তাদের অঢেল সম্পদের ব্যাপারে দুদকের মামলা হয়েছে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ব্যক্তিগত কোন দায় সংস্থা নিবে না যার দায় তার এ ব্যাপারে তিনি বেশি কিছু বলেননি। তিন মাসের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শান্তি শৃঙ্খলার একটি নজির স্থাপন করবে বলে ব্যক্ত করেন সিএনপি কমিশনার। 

[৫] এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সিএনপি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়