মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় একটি সবজি দোকানী ও ৩ টি মুরগির দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
[৩] সোমবার (৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় খাজা কাঁচাবাজারে এই অভিযান পরিচালিত হয়। এছাড়া মাছ, সবজি, মুদি ও ফলের দোকানও মনিটরিং করা হয়।
[৪] অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, ক্যাব সদস্য আবু সাঈদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম।
[৫] মো. সেলিমুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, এসময় বাজার মনিটরিং করা হয় এবং ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :