সোহাগ হাসান, সিরাজগঞ্জ: [২] সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া ও একডালা র্পুনবাসন মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৫০টি ঘর বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার সকালে ওই এলাকায় গেলে ঘর বাড়ি ভাংচুর ও লুটপাটের এমন দৃশ্য ছিল চোখে পড়ার মত।
[৩] স্থানীয়রা জানান,মহল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চক কোবদাসপাড়া ও একডালা র্পুনবাসন মহল্লাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
[৪] গত ৫দিন ব্যাপী চলা এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ, লুটপাট ও উভয় পক্ষের ৪০ জন আহত হয়। দফায় দফায় সংর্ষের ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[৫] সিরাজগঞ্জ সদর থানার (ওসি) সেরাজুল ইসলাম জানান, দুই মহল্লায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :