শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৫:১০ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে নদী ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ 

মোস্তাক আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর): [২] জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সবশেষ শুক্রবার বিকেল পর্যন্ত যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি, ঘর-বাড়ী, স্কুল, মাদরাসা মসজিদ সহ নানা স্থাপনা। 

[৩] এতে ভারি বন্যার আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে। দ্রুত পানি বৃদ্ধির সাথে ভাঙতে শুরু করেছে পিংনা ইউনিয়নের মীরকুটিয়া কাঠালতলা এলাকা সহ আশপাশের নদী ভাঙন কবলিত গ্রাম গুলো। এসব এলাকার ভাঙন রোধে শুক্রবার সকাল থেকে ফেলা হচ্ছে জিও ব্যাগ। 

[৪] ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরন করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী। শুক্রবার সকালে পিংনা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ এমপি। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবন ১ কেজি, চিনি ১ কেজি,সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম দেয়া হয়। 

[৫] এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা শিখা প্রমুখ। 

[৬] এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ এমপি বলেন, প্রাথমিক পর্যায়ে ভাঙন বোধ করতে ৩০ লক্ষ টাকার জিও ব্যাগ সম্বলিত বালির বস্তা ফেলা শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের করা হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়