শিরোনাম
◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ◈ মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে জনতা (ভিডিও) ◈ ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল ◈ মডেল মেঘনা আলমকে আটকের দিনই ঢাকা ছেড়েছেন সৌদি রাষ্ট্রদূত ◈ আমরা সকলেই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি: আলী রীয়াজ ◈ মডেল মেঘনা ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তাঁর সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ ◈ রোববার যেসব জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নৌকা ডুবিতে নিখোঁজ ছাত্রীর

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা): [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকা ডুবিতে রেখা আক্তার (১৭) নামে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।

[৩] শুক্রবার (০৫ জুলাই) দুপুরে নিখোঁজের উদ্ধারকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোমেশ্বরী নদীর কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ রেখা আক্তারের বাড়ি দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামে। তার বাবার নাম মহরম মিয়া। সে কেরনখলা মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।

[৪] ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় ও নৌকার নিচে ছিদ্র দিয়ে পানি ঢোকায় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পায়। কিন্তু তাদের মধ্যে একজন মাদরাসা ছাত্রী রেখা আক্তার নিখোঁজ হয়। ওইদিন রাতে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায় তবে রাত হয়ে যাওয়ায় পরদিন শুক্রবার পূনরায় সকাল সাড়ে ৭টার থেকে উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। তবে এ পর্যন্ত ২৪ ঘন্টা পার হয়ে গেলেও নিখোঁজের সন্ধান মেলেনি।

[৫] এ নিয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী আজ বিকেল তিনটার দিকে জানান, গতকাল রাতে প্রথমবার উদ্ধারকাজ চলে। রাতে ডুবুরি দল কাজ করতে পারে না বিধায় পুনরায় দ্বিতীয় ধাপে আজ শুক্রবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ। ডুবুরি দলের লিডার সফিকুল ইসলামের নেতৃত্বে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়