শিরোনাম
◈ গোপনে বিশ্বব্যাপী বাংলাদেশি রাজনীতিবিদের সম্পদের সাম্রাজ্য: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ রোজায় দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ যে কারণে পদত্যাগ করলেন শিল্পকলা মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ! (ভিডিও) ◈ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ ◈ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার ◈ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান (ভিডিও) ◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া ◈ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ ◈ ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় হিমাগারে মজুদ ৪ লক্ষাধিক ডিম

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] লালমাইয়ে মেঘনা কোল্ড স্টোরেজে লাইসেন্সবিহীন প্রায় ৪ লাখ ২৭ হাজার ৫০০ পিস ডিম অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করায় ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে মজুদকৃত ডিম নিলামে তুলে ২৭ লাখ টাকায় বিক্রি করা হয়। 

[৩] গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তারের নেতৃত্বে উপজেলার বাগমারাস্থ বরল মেঘনা কোল্ড স্টোরেজ লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়। 

[৪] এর আগে গত ১৬ মে একই হিমাগারে ২১ লাখ ডিম অবৈধভাবে মজুদ রাখার দায়ে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

[৫] জানা গেছে, একটি সিন্ডিকেট ডিমের বাজার অস্থিতিশীল অবৈধভাবে মজুদ রেখেছে এমন খবরে বৃহস্পতিবার সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ লাখ ২৭ হাজার ৫০০ পিস ডিমের সন্ধান পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার ফারুক আহম্মেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই ডিমগুলো নিলামে তুলে বিক্রি করা হয়।

[৬] এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার জানান, বরল মেঘনা কোল্ড স্টোরেজে লাইসেন্সবিহীন অবৈধভাবে ডিম মজুদ রাখা বিষয়ে আগেও একবার অভিযান হয়েছে। আমরা বলেছি যে পন্য রাখার অনুমতি নেই সেগুলো যাতে এই হিমাগারে না রাখে। এ ধরনের ঘোষণা তাদেরকে দেওয়া হয়েছে এবং পন্য সরিয়ে নেওয়ার জন্য সময়-সুযোগও দেওয়া হয়েছে। আজকে এসে দেখি তারা সেটা মানেননি।

[৭] যেহেতু এখানে ডিম মজুদ রাখার অনুমতি নেই তাই সবগুলো ডিম নিলাম করে দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সবগুলো ডিম এখান থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়