শিরোনাম

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৮:৫৭ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকায় বাসার ছাদে বৃষ্টিতে ভিজছিল আবির। এসময় বাসার ছাদে থাকা এসির তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

[৩] নিহত আবির ওই এলাকার মো. সোহেলের ছেলে। সে শহরের হাজীগঞ্জ আইটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

[৪] বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

[৫] বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়