শিরোনাম
◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ◈ ৪ স্ত্রী ও দুই গার্লফ্রেন্ডের টাকায় চলে সংসার, খুঁজছেন নতুন স্ত্রী ! ◈ রোনালদোর গোলে আল নাসরের নাটকীয় জয় ◈ ঝিনাইদহে পিকআপভ্যানের চাপায় নারী নিহত ◈ আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল (ভিডিও) ◈ আমার কাছে বিশ্বকাপ খেলা মুখ্য নয়, ক্যারিয়ারের বাকি সময়টা উপভোগ করতে চাই: মেসি ◈ অভিনেত্রী তামান্না ভাটিয়াকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ◈ ‘এলিয়েনরা সত্যিই আছে’, নাসার ফিল্ম নির্মাতা সাইমন হল‌্যান্ডের দাবি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে আমের ক্যারেটে ফেন্সিডিল বিক্রি, আটক ১

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ): [২] মানিকগঞ্জের সিংগাইরে আমের ক্যারেটে ফেন্সিডিল (ফেনসিগ্রীপ) বিক্রির সময় মোঃ হোসেন মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৮ বোতল ফেনসিগ্রীপ। গ্রেপ্তারকৃত হোসেন মিয়া উপজেলার আজিমপুর গ্রামের মোঃ আফতাব ফকিরের ছেল।

[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। এর আগে বুধবার দুপুরে সিংগাইর বাজারের শহীদ মার্কেটের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] ওসি মোঃ জিয়ারুল ইসলাম জানান, সিংগাইর বাজারে শহীদ মার্কেটের পাশে আমের ক্যারেটে ফেনসিগ্রীপ বিক্রি হচ্ছিল এমন খবরের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলেও হোসেন মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতর হেফাজতে থাকা ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।

[৫] ওসি আরো জানান গ্রেপ্তারকৃত হোসেন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়