শিরোনাম
◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকতে হবে

মোঃরফিকুল ইসলাম মিঠু,  ঢাকা: কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর সর্তকতা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত রবিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে বলা হয়, আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।  আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কিছু কর্মকর্তা-কর্মচারী তাদের সামাজিক মাধ্যমে নানা ধরনের পোস্ট দিচ্ছেন ও ছবি আপলোড করছেন। এ ছাড়া বিভিন্ন পোস্টে রাজনৈতিক বক্তব্যও দেওয়া হচ্ছে। এতে বেবিচকের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হচ্ছে। একই সঙ্গে কাজের পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিতে পারে। তাই কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই আদেশ জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ পরিমার্জিত সংস্করণ জারি করা হয়েছে। ওই নির্দেশনায় সামাজিক মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান এবং কর্মকর্তা বা কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা হয়েছে- এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতের বিষয়টি উল্লেখ রয়েছে।

বেবিচকের নির্দেশগুলো হলো— সামাজিক মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকা; জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকা; কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থি কোনও তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না; সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে- এমন কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকা।

এ ছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনও সার্ভিস বা পোশাক হেয়প্রতিপন্ন করে— এমন কোনও পোস্ট দেওয়া থেকে বিরত থাকা; লিঙ্গবৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনও তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না; জনমতে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়ে লেখা অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা যাবে না; ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং অন্য কোনও রাষ্ট্র বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সংবলিত কোনও পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়