শিরোনাম
◈ ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের ◈ ছাত্র-জনতার সমন্বয়ে নতুন দল আসতে পারে: সারজিস (ভিডিও) ◈ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ তাদের দশাও যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়: আশফাক নিপুন ◈ সিটি কলেজ সরিয়ে নেওয়াসহ ১১ দফা দাবি ঢাকা কলেজের ◈ পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের ◈ মুজিববর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের খরচ ১ হাজার ২৬১ কোটি টাকা ◈ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্যও সমান গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের উত্তর প্রদেশে ৫১৩ মাদ্রাসা বন্ধ ◈ স্ত্রীকে খুন করে গাড়ির ডিকিতে ভরে ১৪৫ কিলোমিটার দূরে ফেলে এলো স্বামী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত, নিতে হবে ‘এভসেক আইডি’

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

মাসুদ আলম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আগের সব নিরাপত্তা পাস স্থগিত করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী, ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। এর পর থেকে বিমানবন্দের প্রবেশের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ন্ত্রণাধীন অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ করতে হবে।

বেবিচক কর্তৃক ১২ নভেম্বর জারি করা এক জরুরি সার্কুলারে আগের নিরাপত্তা পাস বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খানের স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হলো।

ঢাকা এয়ারপোর্টে (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) চলাচলের জন্য সিভিল অ্যাভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ করতে হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়, বেবিচক কর্তৃপক্ষ বিমানবন্দরের যাত্রীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার করেছিল, সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নিয়ন্ত্রিত টার্মিনাল, এয়ারসাইডে প্রবেশ ও দায়িত্ব পালনের জন্য ৩০ নভেম্বর থেকে বৈধ এভসেক আইডি সংবলিত পাস থাকতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডি নিতে বলা হচ্ছে। নতুন এভসেক আইডি সংবলিত পাস ছাড়া অন্য কোনো পাস নিয়ে বিমানবন্দরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মী ও অন্য সংশ্লিষ্টরা (এয়ারলাইনসসহ অন্যান্য) নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডির জন্য আবেদন করতে পারবে। এ ছাড়া এভসেক আইডি সংবলিত পাস ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে এভসেক অফিসারদের প্রশিক্ষণ (যদি প্রয়োজন হয়) দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়