শিরোনাম
◈ অভিনেত্রী তামান্না ভাটিয়াকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ◈ ‘এলিয়েনরা সত্যিই আছে’, নাসার ফিল্ম নির্মাতা সাইমন হল‌্যান্ডের দাবি ◈ নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে সন্দেহ তারেকের : সহযোগীদের খবর ◈ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত যা ভাবছে ◈ আজ কয়েকটি দল ও জোটের সঙ্গে সংলাপে বসবেন  ড. মুহাম্মদ ইউনূস ◈ ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার গ্রেফতার ◈ ঘূর্ণিঝড় ‌‘ডানা’ নিয়ে সর্বশেষ যা জানা গেলো ◈ রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে ◈ নির্বাচন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা ◈ হাওরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১০:১৮ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের দুর্বল মুহূর্তের সুযোগ নিচ্ছে এ্যাম্বুলেন্স সার্ভিস

ইমন হোসেন: [২] মানুষের বিশেষ বিপদের সময় তাদের সেবা দিয়ে থাকে এ্যাম্বুলেন্স সেবা দানকারীরা।কিন্তু এই বিপদের সময় মানুষের দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে চড়া ভাড়া আদায় করছে এ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা। নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি টাকা রোগীর স্বজনদের কাছ থেকে নিচ্ছেন অ্যাম্বুলেন্স চালকরা। 

[৩] কোটা সংস্কার আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘর্ষে পুলিশের গুলিতে আহত হন আব্দুল্লাহ। তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আনা হয়। এ জন্য অ্য্যাম্বুলেন্সে ১৪ হাজার টাকা ভাড়া গুনতে হয়। স্বাভাবিক সময়ে এই ভাড়া ছিল ছয় থেকে সাত হাজার টাকা। (যমুনা টিভি)

[৪] এ বিষয়ে রোগীর স্বজনরা বলেন,কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউর কারণে নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছেন অ্যাম্বুলেন্স চালকরা। সংঘর্ষে আহত বা গুলিবিদ্ধ হলে এমনিতেই চিকিৎসা পেতে প্রশাসনিক নানা হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। এর মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের এমন বাড়তি ভাড়ার খড়গে বিপাকে পড়েছেন তারা। বাদ যাচ্ছে না সাধারণ রোগীও।(ইত্তেফাক)   

[৫] ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে। জরুরি সেবা জেনেও অনেক সময় অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়। বিপদ জেনেও ঝুঁকি নিতে হচ্ছে। রোগী নিয়ে যাওয়ার সময় ছেড়ে দিলে ফিরে আসার সময় খালি গাড়ি দেখে ভাঙচুর করা হয়। এ ছাড়া খালি অ্যাম্বুলেন্স দেখলে অনেক সময় পুলিশও আটকে দেয়। এ অবস্থায় দ্বিগুণ ভাড়া না নিয়ে উপায় থাকে না বলে জানান অ্যাম্বুলেন্সচালকরা। (সময় টিভি)

[৬] বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিলেও পরে সহিংসতা বেড়ে যাওয়ায় সারাদেশে অন্তত ২০০ অ্যাম্বুলেন্স  অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনার পর কেউ ঝুঁকি নিয়ে যেতে চায় না। যাদের খুব বেশি প্রয়োজন তাদের যেতেই হয়। ভাড়াটা বেশি নেওয়ার বিষয়টি আমরা প্রত্যাশা করি না। (ঢাকা পোষ্ট ০২-০৮-২০২৪) সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়