শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

মোস্তাকিম স্বাধীন: [২] হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ ও আধুনিকায়নের সব ধরনের কাজ শেষ পর্যায়ে । তিনতলা বিশিষ্ট ২ লাখ ৫৬ হাজার বর্গফুট আয়তনের থার্ড টার্মিনালটি বিশ্বের বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন একটি স্থাপনা হিসেবে মর্যাদা পেতে যাচ্ছে । 

[৩] ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাত্রীরা সহজেই স্বল্পতম সময়ে পৌঁছে যাবেন এই টার্মিনালে। তৃতীয় টার্মিনালটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে যাত্রীদের ভেতরে ঢুকতে ও বের হতে কোনো সমস্যা না হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে,  ভূগর্ভস্থ রেলপথ ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে একটি টানেলের মাধ্যমে সংযুক্ত হবে টানেলটি। (ইনফো টক বিডি)         

[৪] এ বছরের অক্টোবরের মধ্যে টার্মিনালের শতভাগ কাজ ও হস্তান্তর  প্রক্রিয়া শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের আংশিক ব্যবহারের জন্য খুলে দেন । (বাংলা ট্রিবিউন) 

[৫] বেসামরিক বিমান চলাচল  কর্তৃপক্ষের (বেবিচক) উর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, অক্টোবরেরই  টার্মিনালটি চালু করার চেষ্টা চলছে। টার্মিনালের কিছু কাজ সম্পন্ন করতে যে অর্থ সংকট ছিলো তা দূর হয়েছে । (দেশ রূপান্তর ১৫-০৭-২০২৪)

[৬] প্রথম ধাপে ১২টি বোর্ডিং ব্রিজ চালু হচ্ছে । 

[৭] ২১ হাজার কোটি টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে ১৬ হাজার কোটি টাকা ঋণ  সহায়তা দিচ্ছে জাপান সরকার । 

[৮] এই টার্মিনালে একসঙ্গে ৩৭ টি উড়োজাহাজ পার্ক করা যাবে । এছাড়া ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকছে এক হাজার ৪৪টি। তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী সেবায় তিনগুণ এবং কার্গো ব্যবস্থাপনায় দ্বিগুণ সামর্থ বাড়বে বলে আশা করছে বেবিচক। (ডেইলি স্টার)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়