শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৪:০২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকরাইলে ইতালির ভিসা জটিলতা অবসানের দাবিতে বিক্ষোভ (ভিডিও)

ইতালি যেতে ইচ্ছুক একদল মানুষ আজ সকালে রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ করেছেন। তারা ইতালির ভিসা নিয়ে জটিলতা অবসানের দাবি জানান।

বিক্ষোভকারীরা দাবি করেন, তারা বেশ কয়েক মাস আগে ইতালির ভিসার আবেদন করেছেন, কিন্তু অনুমোদিত ভিসা ছাড়াই তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।

এজন্য আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে কাকরাইল মসজিদের সামনে জমায়েত হতে শুরু করেন বিক্ষুব্ধরা। 

এক বিক্ষোভকারী বলেন, 'আমরা ভিসার সিল ছাড়াই পাসপোর্ট ফিরে পেয়েছি। আমরা আমাদের ভিসা চাই।'

ফারজানা নামের এক বিক্ষোভকারী বলেন, 'আমরা এই জটিলতার অবসান চাই। আমাদের পাসপোর্টে কোনো ঝামেলা নেই এবং আমরা সাত মাস আগে (ভিসার জন্য পাসপোর্ট) জমা দিয়েছি। আমাদের স্পন্সররাও ইতিবাচক সাড়া দিয়েছেন এবং অনুমোদন দিতে সম্মত হয়েছেন। কিন্তু আমরা এখনো দূতাবাসের কাছ থেকে কিছু পাইনি। এসবের জন্য কে বা কারা দায়ী, আমরা তা জানতে চাই না—আমরা শুধু আমাদের ভিসা চাই।'

অপর বিক্ষোভকারী মিজানুর রহমান জানান, 'আমরা ২০২৩ ও ২০২৪ এ আবেদন করেছি, কিন্তু এখনো কোনো সিরিয়াল পাইনি। আমরা আরও জটিলতার মুখোমুখি হতে চাই না।'

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়