রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য জানিয়েছেন।
এর আগে রাত ১০টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
দগ্ধরা হলেন—রিয়াজুল ইসলাম (৫৫), মো. শামীম (৪৫), মো. কালু মিয়া (৩৫), মো. ফয়েজ (৩০) ও মো. শাওন (২৫)।
তারা জানান, শাহবাগ ফুলের দোকানগুলোর পাশে একটি টিনসেড ঘরে সিলিন্ডার থেকে গ্যাস ভরে তারা বেলুন বিক্রি করেন। রাতে তারা পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। সে সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে তারা নিজেরাই রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে আসেন।
হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছেন। তাদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে।
তিনি আরও বলেন, 'কালু ও শামীমের শরীর সামান্য ঝলসে গেছে। তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।'