শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০২:১৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার পলাতক আসামী ফারুক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : ঢাকার সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ওহত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পলাতক  আসামী ফারুক  (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৪ মার্চ) দুপুরে  পোশাক শ্রমিক রিয়াজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ফারুক রাজধানী ঢাকার দারুস-সালাম থানার গাবতলী গৈদারটেক মহল্লার সাত্তার মিয়ার ছেলে। সে রাজধানীর মিরপুর দারুস সালাম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ১০ নং ওয়ার্ড (মিরপুর দারুসালাম) কাউন্সিলর আবু তাহের সহযোগী। এছাড়া সে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাঈনুল হোসেন খান নিখিলের অনুসারী। তার অত্যাচারে মিরপুর দারুসসালাম বাসী অতিষ্ঠ। সে এলাকায় বাড়িঘর, দোকানপাট, পরিবহন, হাউজিংসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের মূলহোতা হিসেবে কাজ করতো।  

অন্যদিকে নিহত রিয়াজুল ইসলাম (৩৮) আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এস. সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডিজাইনার হিসেবে কাজ করতো। সে ওই এলাকার হাতেম আলী হাওলাদারের ছেলে। 

পুলিশ জানায়, গত জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তারকৃত ফারুক আওয়ামী লীগের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে ছাত্র-জনতার আন্দোলনে বাঁধা প্রদানসহ তাদের উপর গুলিবর্ষন করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট আশুলিয়া থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষন করে পোশাক শ্রমিক রিয়াজুল ইসলামকে গুলি করলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে সেদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় মামলা দায়েরের পর থেকেই ফারুক বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলো। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোঃ ওমর ফারুক বলেন, ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামী মোঃ ফারুককে রাজধানীর গাবতলী গৈদারটেক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে মামলার অধিতর তদন্তের সার্থে গ্রেপ্তারকৃতকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

সুত্র : আজকের দৈনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়