ডেস্ক রিপোর্ট : ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রায় লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসও ছাদ ভর্তি মানুষ নিয়ে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর রেলওয়ে স্টেশন) ছেড়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যায়। ট্রেনটি ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার সময় ছাদে থাকা মানুষকে উল্লাস করতে দেখা যায়। মূলত আত্মিক বন্ধনের টানে ঘরে ফেরা উপলক্ষ্যে এ উল্লাস তাদের।
এর আগে দেখা যায়, এসি-কোচগুলো ছাড়া প্রতিটি কোচের আসন ছিল যাত্রীতে পরিপূর্ণ। এ ছাড়া কোচগুলোর ভেতরেও যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। মানুষের ভিড় এতটাই যে কোচগুলোর দরজা দিয়ে ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই। দরজাগুলোতে বাদুড়ঝোলা হয়েও মানুষ যাত্রা করেছে।
সুত্র : ঢাকা পোষ্ট