শিরোনাম
◈ শেখ মুজিবসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে ◈ আ. লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: ডা. শফিকুর ◈ শেখ হাসিনার অবস্থান নিয়ে আবারো ধোঁয়াশা, দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে! (ভিডিও) ◈ যে বিষয়গুলো খেয়াল রাখবেন ইতিকাফের সময় ◈ যে কারণে লন্ডনে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন, সবচেয়ে বড় বিমানবন্দর বন্ধ ◈ ইউরোপের বাজারে কদর বাড়ছে তৈরি পোশাকের ◈ আওয়ামী লীগের চার খলিফা নিয়ে নাজমুলের পোস্ট ◈ দাউদকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক জেলে ◈ গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলো ইসরায়েল ◈ গুলশানে গুলিতে নিহত যুবকের বিরুদ্ধে ৬টি মামলা ছিলো : ডিএমপির অতিরিক্ত কমিশনার

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১২:০২ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলি, গুলশানে যুবক নিহত

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে গুলিতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান জানান, নিহত পথচারীর নাম সুমন (৩৫)। রাত ১১ টায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, চার থেকে পাঁচজনের একটি গ্রুপ সুমনকে ধাওয়া দিয়ে ৪-৫ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাঁকে।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. মারুফ জানান, ‘আজ রাতের দিকে গুলশান পুলিশ প্লাজার সামনের রাস্তা দিয়ে ইন্টারনেট ব্যবসায়ী মো. সুমন মিয়া পায়ে হেঁটে যাওয়ার সময় ৫/৬ জন অজ্ঞাত দুর্বৃত্তরা বুকে, পেটে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।’

সুমনের নামে গুলশান ও বাড্ডা থানায় পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে বলে জানা যায়। নিজেদের অন্তর্কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। আসামি ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে বলেও জানানো হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ রাত ১১টার দিকে সুমন নামের ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি রংপুরের মিঠাপুকুর এলাকার মাহফুজুর রহমানের ছেলে। বর্তমানে মহাখালীর টিভি গেট এলাকায় থাকেন।’

তিনি জানান, মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেলে গুলশান থানা পুলিশ এসেছেন। এ বিষয়ে তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন। উৎস: ইনডিপেনডেন্ট 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়