শিরোনাম
◈ ভিসা দেয়ায় গড়িমসি, বাংলাদেশের রোগীরা ভারত ছেড়ে চীনে যাচ্ছে ◈ হামজা চৌধুরীকে নিয়ে ভারতে বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা ◈ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে ভারতে গেলো বাংলাদেশ দল, খেলবেন হামজা ◈ চাপের কোনো প্রশ্ন আসে না বা দেখতে পাই না : আলী রীয়াজ ◈ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সব নাগরিকের সুরক্ষা নিশ্চিতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ◈ ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গাজায় গত ৪৮ ঘণ্টায় নিহত ৯৭০ ফিলিস্তিনি ◈ কুড়িগ্রাম জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার ◈ ১৪০০ ডাকাত আতঙ্ক মহাসড়কে! ◈ কলকাতায় ভুয়া নথিতে পাসপোর্ট তৈরির অভিযোগ ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে ◈ বাহাত্তরে মুজিব-ইন্দিরা চুক্তি ঘিরে যে বিতর্ক রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরায় পুলিশের সিগনাল অমান্য করে প্রাইভেট কারে পালিয়ে যাওয়ার সময় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আজ বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম।

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন—চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (৫০) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার কলাতলী গ্রামের আব্দুল কালামের ছেলে রমজান মিয়া (৩৭)।

এ ঘটনায় করা মামলার নথিতে দেখা যায়, প্রাইভেট কারটিকে পুলিশ সিগন্যাল দিলে তাঁরা গাড়ি থেকে কিছু একটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সামনে থাকা লোকজন ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এ সময় আটককৃতদের তল্লাশি করতে চাইলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। এ সময় উপস্থিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়।

এ বিষয়ে এসআই নাজমুল আলম বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজন মাদক কারবারি। তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁরা ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা থেকে নিয়ে গাজীপুরে যাচ্ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়