শিরোনাম
◈ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ◈ যুদ্ধবিরতি ইস্যু নিয়ে ফোন দেওয়ার পর ট্রাম্পকে এক ঘণ্টা বসিয়ে রেখেছিলেন পুতিন! ◈ ৩ এপ্রিল ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদে ৯ দিন ছুটি ◈ হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ, প্রজ্ঞাপন জারি ◈ হামজা চৌধুরীকে নিয়ে ভারতে বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা ◈ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে ভারতে গেলো বাংলাদেশ দল, খেলবেন হামজা ◈ চাপের কোনো প্রশ্ন আসে না বা দেখতে পাই না : আলী রীয়াজ ◈ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সব নাগরিকের সুরক্ষা নিশ্চিতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ◈ ৩২-এর সেই ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে যা বললেন ন্যান্সি ◈ কুড়িগ্রাম জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০১:০৯ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি, অভিযুক্ত কিশোরের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে উত্তেজিত জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গণপিটুনির ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনা ঘটে দুপুরে।

এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ওই শিশু বাড়িতে এ বিষয়ে কিছু বলতে পারছিলো না। পরে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় শিশুটি।

এরপর, রাতে খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত কিশোর নিহত হয়।

অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬ অথবা ১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে, পুলিশের গাড়ির ওপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা।

পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়