শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ১২:৩৩ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকার পদ্মনিধি লেন সংলগ্ন সড়কে গাড়িমুক্ত সড়ক উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে প্রতিটি মানুষের প্রয়োজন পর্যাপ্ত উন্মুক্ত স্থান। অথচ ঢাকা শহরে উন্মুক্ত স্থান রয়েছে জনপ্রতি ০.১ বর্গমিটারেরও কম। গত ২০ বছরে ঢাকা শহর থেকে ১২৬ টি মাঠ হারিয়ে গেছে। বিশদ অঞ্চল পরিকল্পনায় উল্লেখযোগ্য সংখ্যক মাঠ-পার্ক তৈরির প্রস্তাবনা রয়েছে, তবে তা বাস্তবায়ন যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। শিশুসহ সকল এলাকাবাসীর খেলাধূলা ও সামাজিকীকরণের সুযোগ সৃষ্টিতে এলাকার অভ্যন্তরে কম ব্যস্ত সড়কে নির্দিষ্ট সময় গাড়ি চলাচল বন্ধ রেখে বা নিয়ন্ত্রণ করে গাড়িমুক্ত সড়ক আয়োজন কার্যকরী উদ্যোগ।

আজ ২৮ ফেব্রæয়ারী ২০২৫, বিকাল ০৩:০০ টায় প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডবিøউবিবি) ট্রাস্ট,  হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার সম্মিলিত উদ্যোগে এবং পদ্মনিধি সমাজকল্যান সংঘ এর সার্বিক সহযোগিতায় লিয়াকত চেয়ারম্যান এর বাড়ীর সামনে, পদ্মনিধি লেন, ওয়ারী, ঢাকা ১১০০ এলাকায় গাড়িমুক্ত সড়ক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। প্রতি মাসের প্রথম শুক্রবার বিকাল ৩.০০ থেকে ৫.০০ টা পর্যন্ত এ সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে ছবি আঁকা, দাবা, লুডু, ক্যারাম, দড়ি লাফ, ব্যাডমিন্টন, ক্রাফটিং এর কাজ শিখানোসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। 

আয়োজনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মিঠুন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হাজী লিয়াকত আলী, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন এর সভাপতি এর উপস্থিতিতে গাড়িমুক্ত সড়ক কার্যক্রমের উদ্বোধন করা হয়। আয়োজনে উপন্থিত ছিলেন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন এর সাধারন সম্পাদক, হেলাল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রকল্প প্রধান, সৈয়দা অনন্যা রহমান। আয়োজনে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কর্মকর্তাবৃন্দ, ৪১ নং ওয়ার্ড, পদ্মনিধি লেন এর এলাকাবাসী এবং শতাধিক শিশু-কিশোর।  

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রকল্প প্রধান, সৈয়দা অনন্যা রহমান বলেন, আমাদের বর্তমান এবং আগামীর প্রজন্মকে স¦াভাবিক ও সুন্দর জীবন উপহার দিতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। শহর এলাকায় খেলার মাঠ-পার্কের স্বল্পতার কারনে প্রতিনিয়ত শিশুদেরকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ধরণের সমস্যা সমাধানের জন্য শহরের  অবকাঠামোগত উন্নয়ণের পাশাপাশি প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন। নিয়মিত গাড়িমুক্ত সড়ক আয়োজনের মাধ্যমে খুব সহজেই সকল বয়সের মানুষের জন্য একটি নিরাপদ ও সুন্দর বিনোদনের ব্যবস্থা করে দেয়া সম্ভব। আামাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে।

প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন এর সভাপতি হাজী লিয়াকত আলী বলেন, পদ্মনিধি লেন, ওয়ারী আবাসিক এলাকায় শিশুদের খেলাধুলা এবং বিনোদনের জন্য গাড়িমুক্ত সড়কের মত আয়োজনের কোন বিকল্প নেই। এই ধরণের আয়োজনকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য আমি এবং আমার এলাকাবাসি সবসময় পাশে থাকার প্রতিশ্রæতি দিচ্ছি। 

আয়োজনের সভাপতির বক্তব্যে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন এর সাধারন সম্পাদক, হেলাল আহমেদ বলেন, শিশুরা আমাদের ভবিষ্যত, তাদেরকে সুস্থ রাখা, ভালো একটি পরিবেশ সৃষ্টি করে দেয়ার দায়িত্ব আমাদের। শিশুদের ঘরবন্দী রেখে ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি অভ্যস্ততা কমাতে প্রতিটি এলাকায় একটি কম ব্যস্ত সড়কে গাড়িমুক্ত সড়ক এর মতো আয়োজন করে তাদের শারিরীক ও মানসিক বিকাশের সুযোগ করে দেওয়া এখন সময়ের দাবী। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়