শিরোনাম
◈ মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ ‘ক্যাশ লেস’ করতে এভিএস চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, বৃদ্ধি পেয়েছে ফি ◈ শার্শায় দেড় কোটি মুল্যের রুপার অলংকারসহ দুই পাচারকারী আটক ◈ ইসি কর্মকর্তারা ওটিপি ফাঁস আতঙ্কে! ◈ জুলাই আন্দোলনে গিয়ে ছাত্রলীগের হাতে ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ফের শুরু ◈ সাকিব আল হাসান মার্চে আবার বোলিং পরীক্ষা দেবেন 

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৩ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনদুপুরে মালিবাগে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু রায়হান ইভান (২২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। ভু্ক্তভোগী শিক্ষার্থী শান্তিনগরে বাংলাদেশ ইনস্টিটিউট সায়েন্স অব টেকনোলজির (বিআইএসটি) কম্পিউটার সাইন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ও শান্তিনগর মোড়ের মাঝামাঝি এলাকায় একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহতের বন্ধু নাহিদুর রহমান জিসান জানান, ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ফরম ফিলাপ করার জন্য ৪৫ হাজার টাকা উত্তোলন করে। সেখান থেকে কলেজে যাওয়ার সময় ৪/৫ ছিনতাইকারী তার পিছু নেয়। পরে তার রাস্তা গতিরোধ করে বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাতে আহত করে। তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে বিকালে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ইভানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম মো. ইয়াসিন আলী। বর্তমানে কলাবাগান এলাকায় কয়েক বন্ধু মিলে ভাড়া বাসায় থাকেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়