শিরোনাম
◈ ২৪ জুনের মধ্যে শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৩ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনদুপুরে মালিবাগে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু রায়হান ইভান (২২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। ভু্ক্তভোগী শিক্ষার্থী শান্তিনগরে বাংলাদেশ ইনস্টিটিউট সায়েন্স অব টেকনোলজির (বিআইএসটি) কম্পিউটার সাইন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ও শান্তিনগর মোড়ের মাঝামাঝি এলাকায় একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহতের বন্ধু নাহিদুর রহমান জিসান জানান, ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ফরম ফিলাপ করার জন্য ৪৫ হাজার টাকা উত্তোলন করে। সেখান থেকে কলেজে যাওয়ার সময় ৪/৫ ছিনতাইকারী তার পিছু নেয়। পরে তার রাস্তা গতিরোধ করে বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাতে আহত করে। তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে বিকালে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ইভানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম মো. ইয়াসিন আলী। বর্তমানে কলাবাগান এলাকায় কয়েক বন্ধু মিলে ভাড়া বাসায় থাকেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়