শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা ◈ জাকের-হৃদয়ের পার্টনারশীপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস ◈ দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আগামী ১৯ মার্চ থেকে আসছে নতুন নোট, বিভ্রান্তি এড়াতে বিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরার কিশোর গ্যাং নেতা শিশির গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু, উত্তরা ঢাকা:  উত্তরা ৭নং সেক্টরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা ঘটনার মূল দুই আসামির একজন আলফাজ আহমেদ শিশিরকে (২৪) কে গ্রেফতার করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উত্তরার ৯নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত শিশির উত্তরা ৯নং সেক্টর ছাপরা মসজিদের পাশের মাইনুদ্দিনের ছেলে। শিশিরের গ্রামের বাড়ি গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ২৭ এলাকায়। এর আগে সোমবার রাতেই দুজনকে গ্রেফতার করা হয়, তারা হলেন,মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

গত ১৭ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এক দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটে। সেই রাতেই এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করছেন। নারী ও পুরুষ বাঁচার জন্য চিৎকার করছেন। এক পর্যায়ে এলাকার জনগণ ওই দুই হামলাকারীকে ধরে পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শী একাধিক এলাকাবাসী জানান,এই কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেলে একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকে। ঘটনার পর এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, উত্তরায় কিশোর গ্যাং এর একাধিক গ্রুপ রয়েছে, এরা নিজেরাই মাঝে মধ্যে ক্ষুদ্র বিষয় নিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে অস্ত্রের মহড়া দিয়ে নিজেদের আধিপত্যের জানান দেয়। এদের নিয়ন্ত্রণে রয়েছে কিছু রাজনৈতিক নেতা বলে মন্তব্য করেছেন একাধিক ব্যক্তি, কিন্তু কে সেই রাজনৈতিক ব্যক্তি জানতে চাইলে এলাকাবাসী তাদের বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, উত্তরা সাত নম্বর সেক্টরে ঘটে যাওয়া ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গতরাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে যথারীতি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়