শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০১ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে সূত্রপাত হয় উত্তরায় স্বামী-স্ত্রীর ওপর হামলার, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যা জানা গেল

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপাচ্ছেন দুই ব্যক্তি— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন— এমন নৃশংসতা আগে দেখেননি তাঁরা। পরে স্থানীয়রা ওই দুই হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আটক দুই যুবক মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভুক্তভোগী দম্পতি রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাটি ওই দম্পতিকে ধাক্কা দেওয়ার উপক্রম হলে স্বামী স্বামী কিশোর গ্যাংয়ের একজনের জামার কালার ধরে টান দেন।

এ সময় গ্যাংয়ের বাকি সদস্যদের ডেকে এনে ওই দম্পতির ওপর হামলা চালায়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক ওই স্বামী-স্ত্রীকে রামদা দিয়ে কোপাচ্ছেন।

এক পর্যায়ে স্বামীর সামনে এসে হামলাকারীদের বাধা দেন ওই নারী। হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায় তাকে। 
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা এমন নৃশংসতা আগে দেখিনি। সবার সামনেই তাঁদের কুপিয়ে আহত করা হয়েছে। তাঁদের চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে।

আমরা দুই জনকে আটক করতে সক্ষম হই। পরে উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বাড়ছে। পুলিশ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই। 

ভুক্তভোগীর এক স্বজন বলেন, আমার ভাই ও ভাবিকে নির্মমভাবে কুপিয়েছে ওরা। ভাবি হামলাকারীদের কাছে বারবার ক্ষমা চেয়েছেন, কিন্তু তারা একটুও দয়া দেখায়নি। এমনকি আশপাশের লোকজন যখন বাঁচাতে আসে, তখন ওরা দা উঁচিয়ে ভয় দেখায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় দুইজনকে আমরা আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়