শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ছিনিয়ে  দৌঁড়,  ধাওয়া করে  মোবাইল ফোনসহ ছিনতাইকারীকে আটক করলো ট্রাফিক সার্জেন্ট

মাসুদ আলম : রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক- ওয়ারী বিভাগের সার্জেন্ট মোঃ আল-মামুন। আটককৃত ছিনতাইকারীর নাম- কালাম (৪২)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ টায় ওয়ারীর দয়াগঞ্জ মোড় হতে ছিনতাইকারীকে আটক করা হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ওয়ারী ট্রাফিক জোনের দয়াগঞ্জ মোড়ে ট্রাফিক দায়িত্বপালন করছিলেন সার্জেন্ট মোঃ আল মামুন। সকাল সাড়ে দশটার দিকে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দয়াগঞ্জ থেকে রাজধানী মার্কেটের দিকে যাচ্ছিলো। ওই বাসে ওঠার সময় যাত্রী খন্দকার আশরাফুলের পরিহিত প্যান্টের পকেট হতে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে এক ছিনতাইকারী। ঘটনাটি দায়িত্বরত সার্জেন্ট মোঃ আল মামুনের দৃষ্টি গোচর হলে তিনি সাহসিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ছিনতাইকারীকে আটক করেন।

পরবর্তীতে বিষয়টি গেন্ডারিয়া থানাকে অবহিত করলে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে আসে। অতঃপর মোবাইল ফোনটি ঐ বাসের যাত্রী খন্দকার আশরাফুলের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খন্দকার আশরাফুল ট্রাফিক সার্জেন্ট মোঃ মামুনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

গ্রেফতারকৃত ছিনতাইকারী কালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়