শিরোনাম
◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ ◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১২ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৪৮

মাসুদ আলম : রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ছিনতাই প্রবণ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার  বিকেল থেকে  মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-  মো. ইমরান হোসেন (২৬),  মোঃ বিল্লাল হোসেন ওরফে বেলাল (২৩),  মোঃ মনির (৩৪),  মোঃ রানা (১৯),  মোঃ রাসেল (২৩),  মোঃ সজল ওরফে সুজন (২০),  মোঃ মুন্না (২৪), মোঃ জুয়েল (২৩), মোঃ বিল্লাল (২০),  মোঃ রনি (২৮),  মোঃ মাহাবুব (৪৫),  মোঃ আব্দুল আজিজ ওরফে আইজ্জা ওরফে ইজ্জা (৩৪),  মোঃ লিটন ওরফে কালে (১৯),  মোঃ বাদশা (২৯), মোঃ জনি হাসান (২৮), মোঃ ফয়সাল ওরফে এলেক্স ফয়সাল (২৭), মোঃ রাব্বি (২৪),  মোঃ আরফি হোসেন বজিয় (২০),  মোঃ আকাশ (২৫),  মোঃ সাদ্দাম (৩০), মোঃ আমীন (২৫), সনু ওরফে নাঈম হোসেন(২৯),  মোঃ আবু সাঈদ খান (৫৮),  আহম্মদ আলী (৩৭),  সুমন আহমেদ শুভ (১৯),  মোঃ আসাদ (৫০), মোঃ ইকরামুল হক ইকরাম (২৪),  মোঃ ইব্রাহিম ওরফে ইবু (৩০),  মোসাঃ আনিশা (১৯),  মোসাঃ রিমি আক্তার (২৮),  মোসাঃ নাসিমা (৩০),  মোসাঃ মমিনা খাতুন,  মোসাঃ নিপা (৩০),  মোঃ শরীফ হোসেন (৩৫),  মোঃ রকি (৩৮),  মোঃ শাকিল শেখ (২৪),  মোঃ জোবায়ের ইসলাম (২১),  মোঃ তাজুল ইসলাম (৩৮), মোঃ হোসেন (১৮),  মোঃ আশরাফ উদ্দিন (৪৫), মোঃ সোনা মিয়া (৩৪),   মোঃ রাসেল (২৪), ৪৩। মোঃ সুজন (৩০),  মোঃ মোশারফ (২২), পারভেজ (৫৫),  মোঃ রনি (২৫),  মোঃ তুষার আহমেদ (৩০) ও মোঃ আঃ সালাম (২৮)।
 
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়