শিরোনাম
◈ ২৪ জুনের মধ্যে শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

নিজেদের প্রস্তাবের মজুরিই বাস্তবায়ন করছেন না ট্যানারি মালিকরা

নিজস্ব প্রতিবেদক : ট্যানারি খাতে কর্মরত শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণার পর দুই মাস পার হয়ে গেলেও তা বাস্তবায়ন করছেন না শিল্প মালিকরা। অথচ মজুরি বোর্ডে ১৮ হাজার ১ টাকার যে ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয় সেটি ট্যানারি মালিকরাই প্রস্তাব করেছিল। নতুন মজুরি বাস্তবায়নে গড়িমসি করায় কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে মজুরি বাস্তবায়নের দাবিও জানান তারা। 

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মলনে লিখত বক্তব্য তুলে ধরেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা জানান, মজুরি বোর্ডে ট্যানারি শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছিল। মালিকরা সে প্রস্তাব না মেনে ১৮ হাজার ১ টাকা প্রস্তাব করেন। মজুরি বোর্ড মালিকদের প্রস্তাবিত মজুরিই চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়ে পাঠায়। গত ২৪ নভেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। আইন অনুযায়ী গেজেট প্রকাশের দিন থেকেই নতুন মজুরি বাস্তবায়ন করার কথা। অথচ দুই মাস পার হয়ে গেলেও কোনো ট্যানারি মালিক নতুন মজুরি বাস্তবায়ন করেনি। ফলে ট্যানারি শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে। ফলে দ্রুত সমাধান না করলে পরিস্থিতি অন্যরকম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে ঘোষিত মজুরি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির দেওয়া হবে। প্রয়োজনে কারখানা বন্ধ করে রাজপথে নেমে আসবে শ্রমিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়