শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

নিজেদের প্রস্তাবের মজুরিই বাস্তবায়ন করছেন না ট্যানারি মালিকরা

নিজস্ব প্রতিবেদক : ট্যানারি খাতে কর্মরত শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণার পর দুই মাস পার হয়ে গেলেও তা বাস্তবায়ন করছেন না শিল্প মালিকরা। অথচ মজুরি বোর্ডে ১৮ হাজার ১ টাকার যে ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয় সেটি ট্যানারি মালিকরাই প্রস্তাব করেছিল। নতুন মজুরি বাস্তবায়নে গড়িমসি করায় কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে মজুরি বাস্তবায়নের দাবিও জানান তারা। 

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মলনে লিখত বক্তব্য তুলে ধরেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা জানান, মজুরি বোর্ডে ট্যানারি শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছিল। মালিকরা সে প্রস্তাব না মেনে ১৮ হাজার ১ টাকা প্রস্তাব করেন। মজুরি বোর্ড মালিকদের প্রস্তাবিত মজুরিই চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়ে পাঠায়। গত ২৪ নভেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। আইন অনুযায়ী গেজেট প্রকাশের দিন থেকেই নতুন মজুরি বাস্তবায়ন করার কথা। অথচ দুই মাস পার হয়ে গেলেও কোনো ট্যানারি মালিক নতুন মজুরি বাস্তবায়ন করেনি। ফলে ট্যানারি শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে। ফলে দ্রুত সমাধান না করলে পরিস্থিতি অন্যরকম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে ঘোষিত মজুরি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির দেওয়া হবে। প্রয়োজনে কারখানা বন্ধ করে রাজপথে নেমে আসবে শ্রমিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়