শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচয় মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গাছে ঝুলতে থাকা লাশের 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবু সালেহ (৪৫)। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম প্রথম আলোকে এ তথ্য জানান। আবু সালেহর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ওপরের অংশের ডালে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাঁরা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান। পরে সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশটি গাছ থেকে নামান।

ডিসি মাসুদ আলম বলেন, ওই ব্যক্তির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পাশাপাশি তাঁর আঙুলের ছাপ নিয়েও এনআইডি সার্ভারের সঙ্গে মিলিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বজনেরা জানিয়েছেন, আবু সালেহ ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, তিনি সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় দেখেন, মানুষের জটলা। তাঁরা ওপরের দিকে তাকিয়ে ছিলেন। সেখানে গিয়ে দেখা যায়, এক ব্যক্তি ঝুলছেন।

ফায়ার সার্ভিসের এক সদস্য জানিয়েছেন, মরদেহটি নামিয়ে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে গেছেন। অন্যদিকে মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সাইফুদ্দিন আহমদ। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়