শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ০২:১১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে রিকশাচালক সেজে ৩ সংঘবদ্ধ ধর্ষককে গ্রেফতার করল পুলিশ

ফেসবুক পরিচয়ে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রিকশাচালক সেজে তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলো- মাসুম (২৬), ইসরাফিল (২৮) অন্যজনের নাম জানা যায়নি।

ঘটনার বিবরণে বলা হয়, ২ থেকে ৩ মাস পূর্বে কিশোরীর ফেসবুক বন্ধু হয় মাসুম। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক হয়। দীর্ঘদিন ধরে ফেসবুক ও ম্যাসেঞ্জারে যোগাযোগ ও ফোনে কথা হয় দুজনের। বুধবার কিশোরীকে কাজলারপাড় বাসায় ডেকে আনে প্রেমিক মাসুম। সেখানে তাকে আটকে রেখে তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আপত্তিকর ভিডিও করে নেয় তারা। পরে ওই ভিডিও দেখিয়ে তার কাছে টাকা দাবি করে ধর্ষকরা। 

টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার হুমকি দেয় তারা। পরে কিশোরী বিকাশে ২০ হাজার টাকা এনে দিয়ে তাদের হাত থেকে মুক্ত হয়। 

ছেড়ে দেওয়ার সময় কিশোরীকে হুমকি দেয়; তারা যখন ডাকবে তখন আবার টাকা নিয়ে আসতে হবে; নাহলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে। 

শুক্রবার বিকালে টাকার বিনিময়ে ভিডিও মুছে দেওয়ার কথা বলে ধর্ষকদের ফোন দেয় কিশোরী। এর আগে যাত্রাবাড়ী থানার পুলিশকে অবগত করে সে। 

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোহশীন হোসাইনে নেতৃত্বে এসআই ফখরুল, এসআই সাইদুল, এসআই মহিবুল্যাহ, এএসআই পলাশসহ একটা ফোর্স নিয়ে কেউ রিকশাচালক, কেউ দরিদ্র সেজে তিন ধর্ষককে গ্রেফতার করে। 

ডেমরা জোনের ওসি সবুজ আহমেদের মুঠোফোনে গ্রেফতার আসামিদের নাম ও তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনার বিষয়ে আপনাকে কে বলেছে? আমাদেরকে কাজ করতে দেন’। এ কথা বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়