শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় মামলার পলাতক আসামি, চিহ্নিত চাঁদাবাজ আশিক গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর কদমতলী এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ছয় মামলার পলাতক আসামি আশিক (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। বুধবার গভীর রাতে  কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনের ফলের দোকানের ব্যবসায়ী মোঃ আরিফুর রহমান কদমতলী থানায় চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গ্রেফতারকৃত আশিক তার সহযোগি অনিক, আরাফাত, সুমনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন গত ১ অক্টোবর  বিক্রমপুর প্লাজার সামনে তার ফলের দোকানে এসে প্রতিদিন ২০০ টাকা করে মাসিক ছয় হাজার টাকা চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। আরিফ তাদের কথা মতো তাদেরকে চাঁদা প্রদান করে আসছিল। এভাবে তারা কদমতলী থানার বিক্রমপুর প্লাজা থেকে মেডিকেল রোড পর্যন্ত ফুটপাতের দোকান হতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পুনরায় তারা গত ১৩ জানুয়ারি দুপুরে গ্রেফতারকৃত আশিক ও তার সহযোগিরা ফলের দোকানে এসে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা আরিফুলকে মারধর করে তার কাছে থাকা ফল বিক্রির নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা পাশের আরেকটি দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

থানা সূত্রে আরও জানা যায়, মামলার পর দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চিহ্নিত চাঁদাবাজ আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে কদমতলী ও শ্যামপুর থানায় আরও ছয়টি হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। 

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়