শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় মামলার পলাতক আসামি, চিহ্নিত চাঁদাবাজ আশিক গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর কদমতলী এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ছয় মামলার পলাতক আসামি আশিক (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। বুধবার গভীর রাতে  কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনের ফলের দোকানের ব্যবসায়ী মোঃ আরিফুর রহমান কদমতলী থানায় চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গ্রেফতারকৃত আশিক তার সহযোগি অনিক, আরাফাত, সুমনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন গত ১ অক্টোবর  বিক্রমপুর প্লাজার সামনে তার ফলের দোকানে এসে প্রতিদিন ২০০ টাকা করে মাসিক ছয় হাজার টাকা চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। আরিফ তাদের কথা মতো তাদেরকে চাঁদা প্রদান করে আসছিল। এভাবে তারা কদমতলী থানার বিক্রমপুর প্লাজা থেকে মেডিকেল রোড পর্যন্ত ফুটপাতের দোকান হতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পুনরায় তারা গত ১৩ জানুয়ারি দুপুরে গ্রেফতারকৃত আশিক ও তার সহযোগিরা ফলের দোকানে এসে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা আরিফুলকে মারধর করে তার কাছে থাকা ফল বিক্রির নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা পাশের আরেকটি দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

থানা সূত্রে আরও জানা যায়, মামলার পর দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চিহ্নিত চাঁদাবাজ আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে কদমতলী ও শ্যামপুর থানায় আরও ছয়টি হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। 

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়