শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ওসি মহিবুল্লাহ কে স্বপদে পূর্ণবহালের জন্য মানববন্ধন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: উত্তরা পূর্ব থানার সাবেক অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিবুল্লাহ কে প্রত্যাহারের আদেশ বাতিল করে পূর্ণ বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে উত্তরা পূর্ব থানা সচেতন নাগরিক ফোরাম নামের একটি ব্যানারে প্রায় দুইশত মানুষ একটি মানববন্ধনের আয়োজন করেন।

তাদের হাতে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন ছিল। যাতে লেখা রয়েছে ওসি মহিবুল্লাহ কে পূর্ণ বহাল করা হোক। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন ওসি মহিবুল্লাহ একজন চৌকস  পুলিশের অফিসার ছিলেন। তারা আরো বলেন ৫ ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওসি মহিবুল্লাহ কে উত্তরা পূর্ব থানার দায়িত্ব দেওয়া হয়। বিগত চার মাসে তিনি তার দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে উত্তরা পূর্ব থানা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই,, বন্ধ করতে সক্ষম হয়েছিল।  

গত ৯ই জানুয়ারি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি ৫ ই আগস্ট এর ছাত্র হত্যা মামলার আসামি শাহ আলম  থানা হাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ওসি মহিবুল্লাহ কে প্রত্যাহার  করা হয়। ওসি মহিবুল্লাহর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় বিগত চার মাস যাবত স্ত্রী সন্তানের খোঁজ খবর না নিয়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষার কারণে থানা এলাকার আশেপাশেই তিনি বসবাস করতেন। তবুও যদি তাকে এই শাস্তি ভোগ করতে হয় তাহলে লাভ কি হলো।

তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন তাকে তার পদে পূর্ণবহাল  করে আসামি গ্রেফতারের জন্য সহায়তা করা হোক। এই বিষয়ে ওসি মহিবুল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়