নতুন বছরকে বরণে ‘থার্টি ফাস্ট নাইট’ উদ্যাপন করতে গিয়ে রাজধানীতে দুই শিশু দগ্ধ হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য দুই শিশুকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘নিউ ইয়ার’ উদ্যাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে ৮ বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। তাকে ভর্তি দেয়া হয়েছে।
এই চিকিৎসক আরও জানান, আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
নতুন বছরকে বরণে ‘থার্টি ফাস্ট নাইট’ উদ্যাপন করেছেন রাজধানীবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও অনেককে আতশবাজি, পটকা ফাটিয়ে এই উদ্যাপন করতে দেখা গেছে। উৎস: সময়নিউজটিভি।