শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৬ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাসিক হোটেলে চাঁদা দাবির অভিযোগ: ৭ জনে গ্রেফতার করেছে পুশিল 

রাজধানীর গুলশানে একটি আবাসিক হোটেলে চাঁদা দাবির অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে গুলশান-২ এর একটি আবাসিক হোটেলে চাঁদাবাজির সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, রাকিব ওরফে আবু জায়ের (২০), মো. মনির হোসেন (১৯), ফরহাদ হোসেন শাওন (২৩), আসিফ শেখ (২০), আরিফুল ইসলাম ইমন (২৪), আহম্মেদ হোসেন (২৩) এবং মো. সজিব হোসেন (১৯)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন লোক গুলশান-২ এর ‘রোজ উড রেসিডেন্স লিমিটেড’ নামের একটি আবাসিক হোটেলে জনৈক ‘বিলাস দাদা’র নাম উল্লেখ করে হোটেলের স্টাফদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রতিষ্ঠান ভাঙচুর করার হুমকি দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরের দিন দুপুর ২টার দিকে হোটেলের ম্যানেজার মো. ফরাদুজ্জামানের মোবাইল নম্বরে ফোন দিয়ে আবারও চাঁদা দাবি করা হয়। একই দিন বিকাল সোয়া ৩টায় হামিদ নামের আরেকজন কল করে ‘বিলাস দাদা’র লোক পরিচয় দিয়ে চাঁদার বিষয়ে সিদ্ধান্ত জানতে চায়। ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ওই হোটেলে ঢুকে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। স্টাফরা দিতে অস্বীকৃতি জানালে তারা হোটেলে অবস্থানরত দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং হয়রানি করে। তখন ম্যানেজার ফরাদুজ্জামানের মাধ্যমে হোটেল মালিককে পাঁচ মিনিটের মধ্যে হোটেল এসে তাদের দাবি করা চাঁদা দিতে বলে। না দিলে তারা হোটেল ভাঙচুরের হুমকি দেয়। 

পুলিশ বলছে, হোটেল মালিক তাৎক্ষণিক বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জানালে ডিএমপির গুলশান থানা পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে থানা পুলিশ তাদের সাত জনকে গ্রেফতার করে। সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

এ ঘটনায় হোটেল মালিক মেহেদী হাসান তুষার বাদী হয়ে গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। উৎস: বাংলাট্রিব্উন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়