শিরোনাম
◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান ◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ!

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যদি দরকার হয় তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক

যদি দরকার হয় তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক

মোঃরফিকুল ইসলাম মিঠু (ইস্তেমা মাঠ থেকে ফিরে) : হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘যদি প্রয়োজন পড়ে, তবে তুরাগ নদীকে আমাদের রক্তে রাঙিয়ে দেব, কিন্তু আমরা ইজতেমা ময়দান ছাড়ব না।’

আজ রবিবার বিকেল ৩টায় ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতার উদ্যোগে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন স্টেশন রোড-কামারগাঁও রাস্তায় এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘হেফাজত বলে গালি দিয়েছেন সহ্য করেছি কিন্তু ইজতেমা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা সহ্য করব না। আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা ময়দানে আছি, যেকোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে তার দায়ভার স্থানীয় প্রশাসনকে নিতে হবে।

বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা আলেম সমাজের প্রতিনিধি দেশের বাহিরে থাকার সুযোগে একটি মহল বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে তুরাগ নদীতে আমাদের রক্তে লাল করে দেব।’

মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এবং মাওলানা কেফায়েত উল্লাহ আজহারীর সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি আমানুল্লাহ হক, মুফতি মাসুদুল করিম, মাওলানা হামেদ জাহেরী প্রমুখ।

আগামী ২০ ডিসেম্বর মাওলানা সাদ পন্থীদের জোড় ইজতেমা হওয়ার কথা থাকলেও, মাওলানা জোবায়ের পন্থীরা ঘোষণা দিয়েছেন যে তারা সাদ পন্থীদের ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেবেন না। এর ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আজ বিকেলে টঙ্গী স্টেশন রোড এলাকায় সেনাবাহিনীর টহল অব্যাহত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়