শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৭ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে যৌথ অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : ঢাকা জেলার উত্তরখান থানা এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির  উপকরণসহ একজন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন (৩৭)।

শুক্রবার  দিবাগত রাত ০৩:৩০ ঘটিকায় উত্তরখানের গাজীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০০ মি.লি. চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণ উদ্ধার করা হয় ।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, উত্তরখানের গাজীপাড়া এলাকায় হাফিজ উদ্দিনের পাঁচতলা বিল্ডিংয়ের নিচ তলায় একটি ভাড়া বাসায় অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ বেচাকেনা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তরখান থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম উক্ত স্থানে অভিযানে পরিচালনা করে।

চোলাই মদ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করা ম্যাক্সওয়েলকে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলায়  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে এমন হাজারো ম্যাক্সওয়েল উত্তরখান ও দক্ষিণ খানের অলিতে গলিতে রয়েছে। থানা পুলিশের আরও তৎপরতা কামনা করছেন তারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়