শিরোনাম
◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৬ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে মানবাধিকার বিষয়ক ইন্টারেক্টিভ সেশন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ‘আমরা নারী’ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে।

সেশনে বক্তব্য দেন- কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, এইচ আর, বাংলাদেশ পুলিশ, যিনি মানবাধিকার শিক্ষার উপর মূল বক্তব্য প্রদান করেন। ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, যিনি সেশনটির সভাপতিত্ব করেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ‘আমরা নারী’ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে।

সেশনে বক্তব্য দেন- কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, এইচ আর, বাংলাদেশ পুলিশ, যিনি মানবাধিকার শিক্ষার উপর মূল বক্তব্য প্রদান করেন। ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, যিনি সেশনটির সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তা হিসাবে আলোচনা করেন সাইফুদ্দিন আহমেদ, প্রক্টর এবং সহযোগী অধ্যাপক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; তানিমা মেগডালিনা কোরায়া , প্রভাষক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; সৈয়দ জুলফিকার জহুর, ইসলামি স্কলার এবং খতিব, বারিধারা মসজিদ, যিনি মানবাধিকার বিষয়ক নৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এম এম জাহিদুর রহমান বিপ্লব, আমরা নারীর প্রতিষ্ঠাতা, সেশনটি পরিচালনা করেন এবং যুব সমাজকে মানবাধিকার নিয়ে অর্থবহ আলোচনায় যুক্ত করেন।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তুলতে অনুপ্রাণিত করা। সেশনটিতে ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, এবং মানবাধিকারকর্মীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা হয়। গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মানবাধিকার প্রচারের আহ্বান জানানো হয়।

আমরা নারী, যা নারীর ক্ষমতায়ন ও সমতা প্রচারে নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক সংস্থা, এই উদ্যোগের আয়োজন করেছে। এর সহযোগী সংস্থা আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সমাজে মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এবং নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়