শিরোনাম
◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০২:২৯ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে জনগণ ব্যর্থ করে দিবে : বিএনপি নেতা মুরাদ

মো:আদনান হোসেন ধামরাই : বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদলের জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বরে বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে জনগণ ব্যর্থ করে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে বিভাজন তৈরির চেষ্টা করছে। কিন্তু এতে কাজ হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। বরং ভারতের অহংকার, আগ্রাসন ও শোষণ নীতির কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 


গতকাল সন্ধ্যায় হাতকোড়া জামিয়া মঈনুল ইসলাম  মাদ্রাসা মাঠে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি যুবদলের আয়োজনে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৈমুর রহমান তুলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। 

জনসভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, এদেশে মুসলিম হিন্দু একত্রে বসবাস করে আসছে। কিন্তু একটি বিশেষ দল একটি বিশেষ রাষ্ট্রের সাথে একত্রিত হইয়ে সম্প্রীতি নষ্ট করার পায়তারা করতেছে। বিএনপি ওই বিশেষ দলের কুচক্রকে প্রতিহত করবে। জিয়ার সৈনিকরা দেশে সম্প্রীতি রক্ষার্থে সব সময় কাজ করবে। স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে তারা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের সদস্যরা সদাজাগ্রত রয়েছে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ  জলিল, ঢাকা জেলা বিএনিপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  ইশতিয়াক ফারুক, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়