শিরোনাম
◈ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ◈ ৫০ বছর পরও এই রায়ের কথা মনে করবে মানুষ : হাইকোর্ট ◈ ঢাবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে যা বললেন শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বিএনপি নেতার হাতে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক লাঞ্ছিত! ভিডিও ◈ আদালত থেকে কারাগারে নেয়ার সময় ছাত্রলীগ নেতা মীমকে গণপিটুনি (ভিডিও) ◈ সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ লন্ডনযাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার! (ভিডিও) ◈ ট্রাম্পের বিজয়ে খুশি সৌদি আরব, সতর্ক কাতার ◈ হাছান মাহমুদ'র ভিডিও বার্তা নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ বিতর্কিত বক্তব্যের জন্য শোকজ সমন্বয়ক হাসিব: জবাবে যা বলছেন 

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসীদের গুলিতে নিহত বারান্দায় দাঁড়ানো নারী

প্রতিকী ছবি

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আয়েশা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। নিহত আয়েশা দুই সন্তানের জননী। তাঁর দেড় বছর ও তিন বছর বয়সী দুটি শিশুসন্তান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ (গতকাল বুধবার) দুপুরে মাদক কারবারির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লবীর বাউনিয়া বাঁধে এক সন্ত্রাসী তার প্রতিপক্ষ এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের ব্লক রেইডের মাধ্যমে অভিযান চলছে।

স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী মামুন নামের এক যুবককে মারধর করে। এ সময় তাকে বাঁচাতে কয়েকজন স্থানীয় নারী-পুরুষ এগিয়ে গেলে, সন্ত্রাসীরা মামুনকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। সেই গুলি লাগে তিনতলার ব্যালকনিতে থাকা আয়েশার মাথায়। এতে নিজের ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আয়েশা।

স্থানীয় এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিরীহ এক নারী মারা গেল। এখন স্থানীয় রাজনৈতিক নেতারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মাদকের তকমা লাগিয়েছে। যাদের মারতে আসছে, তাদেরই এখন থানায় নিয়ে এসে আসামি করার চাপ দিচ্ছে। প্রকৃত অপরাধী যারা, তাদের বিচার হোক।

তবে এই অভিযোগের বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। পরে অভিযোগ উল্লেখ করে খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

সুত্র : আজহকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়