শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় ব্যবসায়ীর অফিসে ঢুকে লুটপাটের অভিযোগ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীর অফিস ঢুকে নগদ ৩ লক্ষ টাকা ও বিভিন্ন মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ২২ আগষ্ট রাতে উত্তরা ৭ নং সেক্টর রোড ৩৪, ১৬ নং বাড়িতে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভুগী উজ্জ্বল মিয়া গত ৩০ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার নং- (১৪/৮৩ )। জানা যায়, মামলা করে ও নিস্তার পাননি উজ্জ্বল মিয়া। মামলা উঠিয়ে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে সন্ত্রাসীরা। তাদের অব্যাহত হুমকি ও অত্যাচারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে নিরীহ উজ্জ্বল মিয়া।
সেখানকার সিসি ফুটেজে দেখা যায় উওরার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রিয়াজ,সাদ্দাম, সুমন আলী, বুলেট,সহ প্রায় ৩০ জনের অজ্ঞাতনামা একটি গ্রুপ উজ্জল মিয়ার অফিস ঢুকে।অফিসে তাকে না পেয়ে তারা উজ্জলের ব্যক্তিগত অফিস কক্ষে প্রবেশ করে সেখান থেকে নগদ টাকা ও বিভিন্ন মামলার লুটপাট করে নিয়ে যায়।এ সময় সন্রাসীরা আশেপাশের লোকজনকে বলে যায়, এই অফিস বন্ধ করে দেয়া হয়েছে। তাদের অনুমতি ছাড়া যেন কেউ অফিসে প্রবেশ না করে।

একাধীক সুত্রে জানা যায়, এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ইশারায় কাজ করে।তাদের মূল কাজই হলো দখল চাঁদাবাজি,মারামারি সহ বিভিন্ন অপকর্ম। এদের বিরুদ্ধে উওরার বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী উজ্জ্বল মিয়া বলেন,দীর্ঘদিন ধরে তার কাছে এ সন্রাসীরা চাঁদা দাবি করে আসছে। পাঁচ লক্ষ টাকা নগদ এবং মাসিক ভাবে তাদের টাকা না দিলে তার ব্যবসা বন্ধ করে দিবে সে সাথে তাকে জানে মেরে ফেলার হুমকি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়