শিরোনাম
◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪, ১২:০৪ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিফটের দরজা খুলেই পড়ে গেলেন নিচে, ঢাবি কর্মকর্তার মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মোকারম ভবনের লিফট থেকে নিচে পড়ে আব্দুল্লাহ সাগর (৫৫) নামের সিনিয়র সহকারী হিসাব পরিচালকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাবির মোকারম ভবনে এ ঘটনা ঘটে।  আহত অবস্থায় আব্দুল্লাহ সাগরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টা ৩০ মিনিটের দিকে মারা যায়। 

মৃত আব্দুল্লাহ সাগরের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার কলেমশ্বর গ্রামে। বাবার নাম মৃত এসএম কাউসার উদ্দিন। স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে গাজীপুরেই থাকতেন তিনি। সেখান থেকে ঢাবিতে আসা যাওয়া করতেন। 

চারুকলা বিভাগের সহকারী রেজিস্টার মো. আলম ফারুক জানান, আব্দুল্লাহ সাগর ঢাবি ডিন অফিস চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক ছিলেন। আজ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল। ছাত্রছাত্রীদের সিট পড়েছিল মোকারম ভবনে। সেখানে কাজে গিয়েছিলেন। 

তিনি আরও বলেন, ওই ভবনের লিফট ছিল অনেক পুরাতন, যেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। তিনি সাততলায় লিফটের দরজা হাত দিয়ে টেনে খুলে ভেতরে ঢুকেন, কিন্তু সে সময় লিফটের ফ্লোর না আসায় তিনি নিচে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে অন্য স্টাফরা তাকে দ্রুত ঢামেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মৃত আব্দুল্লাহর ভাই মো. ওবায়দুল্লাহ বলেন, সকালে সংবাদ পাই লিফট থেকে পড়ে গিয়েছিলেন তিনি। পরে ঢাকা মেডিকেলে এসে আহত অবস্থায় পাই। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, আব্দুল্লাহ সাততলায় ছিল, লিফট কল করে নিচে নামার জন্য। কিন্তু ওগুলো পুরাতন লিফট, বাসার দরজার মতো, হাত দিয়ে খুলতে হয়। লিফট আসার আগে দরজা খুলে (ভেতরে ঢুকতে গিয়ে) খাদে একদম নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবি থেকে ওই ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় সহকর্মীরা হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসে (ওসেক) নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

সহকর্মীরা জানান, লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সুত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়