শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ০২:৪৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে বাসার সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজারীবাগ এলাকায় নিজ বাসার সামনে মো. জাহাঙ্গীর (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছে পরিবার।

নিহত জাহাঙ্গীরের ভাতিজা রুবেল জানান, আমার চাচা রাতে বাসার পাশের দোকান থেকে ফেরার পথে মুখোশধারীরা এলোপাতাড়ি কুপিয়ে আমার চাচাকে গুরুতর আহত করে ফেলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় চাচাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান— চাচা আর বেঁচে নেই।

তিনি আরও জানান, আমার চাচা স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়— বাসার সামনেই কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়