শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩১ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ

মোঃরফিকুল ইসলাম মিঠু :  রাজধানীর উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।  নাইন এমএম তারাশ পিস্তলটি ছাড়াও একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশের বাউন্ডারি সংলগ্ন ড্রেন থেকে নাইন এমএম পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশেরই। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি রাজাবাগের কেন্দ্রীয় অস্ত্রাগারে পাঠানো হবে। সেখান থেকে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

ওই অস্ত্রটি সচল কিনা এবং গুলি ছোড়া হয়েছে কি না জানতে চাইলে ওসি হাবিব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি সচল রয়েছে। সেটি দিয়ে গুলি করা হয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া বলা কিছু বলা সম্ভব নয়। ধারনা করা হচ্ছে ৫ তারিখেই কেউ অস্ত্রটি লুটে নিয়ে ছিল। অবস্থা বেগতিক দেখে নালায় ফেলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ বলেন সঠিকভাবে পরীক্ষা করলে বেরিয়ে আসতে পারে হাতের ছাফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়