শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৭:১৮ বিকাল
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা

ইমরুল শাহেদ: [২] বিশ্বের ৬০ শহরের মধ্যে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী ঢাকার নাম। ১০০ স্কোরের মধ্যে মধ্যে ঢাকার স্কোর ৮৯.৫০। অন্যদিকে ০ স্কোর নিয়ে নিরাপদ শহরের তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। খ্যাতনামা ম্যাগাজিন ফোর্বসের গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।  সূত্র: জিও নিউজ 

[৩] বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রায় শীর্ষ থাকে ঢাকা। এবার ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায়ও উঠে আসছে বাংলাদেশের রাজধানীর নাম। বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায়ও সুখকর অবস্থানে নেই ঢাকা।  

[৪] ফোর্বসের প্রতিবেদন মতে, ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় প্রথমে রয়েছে ভেনেজু্য়লোর কারাকাস শহর। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি এবং মিয়ানামারের ইয়াঙ্গুন শহর।  

[৫] সাতটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে বিশ্বের ৬০টি শহর নিয়ে এ তালিকা তৈরি করেছে ফোর্বস। যেখানে রয়েছে- অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা। 

[৬] পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ দশ শহর হলো - ১. কারাকাস (ভেনিজুয়েলা), ২. করাচি (পাকিস্তান), ৩. ইয়াঙ্গুন (মিয়ানমার), ৪. লাগোস (নাইজেরিয়া), ৫. ম্যানিলা (ফিলিপাইন), ৬. ঢাকা (বাংলাদেশ), ৭. বোগোটা (কলম্বিয়া), ৮. কায়রো (মিশর) ৯. মেক্সিকো সিটি (মেক্সিকো) ও ১০. কুইটো (ইকুয়েডর)।

[৭] এদিকে শূন্য স্কোর নিয়ে নিরাপদ শহরের তালিকায় এক নম্বরে আছে সিঙ্গাপুর। নিরাপদ শহরের তালিকায় সিঙ্গাপুরের পরে রয়েছে জাপানের টোকিও এবং কানাডার টরন্টো শহর। এর পরের শহরগুলো হলো যথাক্রমে অস্ট্রেলিয়ার সিডনি, সুইজারল্যান্ডের জুরিখ, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, জাপানের আরেক শহর ওসাকা, অস্ট্রেলিয়ার আরেক শহর মেলবোর্ন ও নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়