শাহীন খন্দকার: [২] কোটা আন্দোলন ও দুর্বৃত্তদের নাশকতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন নিম্ন আয়, খেটে খাওয়া মানুষ ও দুঃস্থ অসহায়দের মাঝে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর উদ্যোগে আজ শনিবার (২৭ জুলাই) রাজধানী শাহবাগ মোড়ে ত্রাণ (চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।
[৩] এসময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ’র) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক কোটা আন্দোলন ও দুর্বৃত্তদের নাশকতার কারণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
[৪] উপাচার্য বলেন,দুর্বৃত্তদের নাশকতার কারণে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারী স্থাপনার ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
[৫] বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিএসএমএমইউ শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম টিটো প্রমুখসহ স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান
এসবি২